বিনোদন ডেস্ক:
‘কোল্ডপ্লে’ ব্যান্ডের গায়ক ক্রিজ মার্টিন ও হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স প্রায় দুইমাস ধরে একে অন্যের সাথে প্রেম করছেন । এই খবরটা পুরানো হলেও এবার জানা যায়, ব্যান্ডের এই শিল্পী নাকি সুন্দরী লরেন্সের প্রেমে এতোটাই মজেছেন যে তার কলম থেকে একের পর এক শুধু প্রেমের গানের কথা ঝড়ছে। লরেন্সকে খুশি করার জন্য শুধু গানই নয় তাকে নাকি বিভিন্ন রোমান্টিক জায়গায় ঘুরতেও নিয়ে যাচ্ছেন ক্রিজ। তবে অস্কার জয়ী অভিনেত্রী জেনিফার এই সম্পর্কের শুরুর দিকে তার বন্ধুদের বলেছিলেন ক্রিজের সঙ্গে তার সম্পর্কটা তেমন সিরিয়স কিছু নয়। কিন্তু এখন মনে হচ্ছে নিজেই নিজের সে কথা ভুলতে বসেছেন। হয়তো তাকে নিয়ে ক্রিজের লেখা প্রেমের গানগুলো বেশ মনে ধরেছে। ক্রিজ মার্টিনের এ বছরের মার্চে গোয়েনেথ প্যাল্ট্রোর সঙ্গে ১২ বছরের সংসার জীবনের অবসান হয়। চার মাসের ব্যাবধানে বিচ্ছেদের পরপরই সঙ্গী হিসেবে খুঁজে নেন নিজের চেয়ে ১৩ বছরের ছোট এই অভিনেত্রীকে। জুলাই মাসে লন্ডনে ক্রিজের ‘কোল্ডপ্লে’ ব্যান্ডের একটি কনসার্টে উপস্থিত ছিলেন লরেন্স আর সে থেকেই দুজনের সম্পর্কের সূত্রপাত।