রৌমারীতে উষ্ণতার বাতি জ্বালালো স্টুডেন্ট কাউন্সিল

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: দেশের উত্তরাঞ্চলের শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ মধ্যদিয়ে উষ্ণতার বাতি জ্বালালো দেশের অন্যতম সামাজিক ছাত্র সংগঠন বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল।
রবিবার বিকাল ৪টার দিকে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের দেশব্যাপী শীতবস্ত্র বিতরণের অংশ হিসাবে
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় সহস্রাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মিনু, বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি এস এম আশেক উল্লাহ সোপান, সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রলীগ নেতা মো. মাইদুল ইসলাম প্রমূখ।
বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক রাজীব আহসান জানান, আমার দেশের শিক্ষার্থীদের অধিকার রক্ষার পাশাপাশি গণ পরিবহনে ছাত্রদের সীট নির্ধারণ অর্ধেক ভাড়া, পরিক্ষার সময় হরতাল না দেওয়ার দাবীসহ, অসহায় রোগীদের চিকিৎসা, রক্ত দান, বন্যার সময় ত্রাণ, শীতবস্ত্র বিতরণসহ দেশের ছিন্নমূল শিশুদের শিক্ষার ব্যবস্থার জন্য নিজেস্ব অর্থায়নে ৪টি স্কুল স্থাপন করেছি।

Comments (0)
Add Comment