শাহাদত হোসেন,রৌমারী (কুড়িগ্রাম): কেক কাটা, সংগঠন ও জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে রৌমারী প্রেসক্লাবের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার সকাল ৯টায় প্রেসক্লাব চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য রুহুল আমিন, সাবেক এমপি ও রৌমারী উপজেলা আ’লীগ সভাপতি জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায়, বীর মুক্তিযোদ্ধা খন্দকার শামছুল আলম, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ওসি জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম পারভেজ, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ আব্দুল্লাহ, প্রভাষক মাইদুল ইসলাম, প্রেসক্লাবের উপদেষ্টা মু.আ রাজ্জাক, সরকার নুরুল ইসলাম, রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা, সাধারণ সম্পাদক আমির হোসেন, সাংবাদিক রফিকুল ইসলাম সাজু, শাহাদত হোসেন, ওসমান গনি, জিতেন চন্দ্র দাস, নাজমুল আলম, মুক্তার হোসেন, শফিকুল ইসলাম রুহুল আমিন, এসএম সাদিক হোসেন, এসএম হুমায়ুন কবীর, আনিছুর রহমান, আবু আসাদ, রেজাউল ইসলাম প্রমূখ। এছাড়াও বিভিন্ন পত্রিকার স্থানীয় সাংবাদিক, সুধিজন উপস্থিত ছিলেন।