মোঃ খালেদুর রহমান ,ফরিদপুর ঃ র্যাব-৮,সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ হুমায়ুন কবির এর নের্তৃত্বে র্যাবের একটি অভিযানিক দল ইং ২১-০১-১৭ তারিখ রাত্রী ০২.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার রাজবাড়ী থানাধীন হাউলি জয়পুর এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজবাড়ী থানাধীন হাউলি জয়পুর গ্রামের অবৈধ অস্ত্রধারী পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ( লাল পতাকা) এর সদস্য আসামী মোঃ বিল্লাল মন্ডল(৩২) পিতা- মোঃ খবির মন্ডল, সাং- হাউলি জয়পুর, থানা ও জেলা- রাজবাড়ীকে তার বসতবাড়ী হতে আটক করে। আসামীকে জিজ্ঞাসাবাদে সে তার হেফাজতে অবৈধ অস্ত্র থাকার কথা স্বীকার করলে তার দেখানো মতে তার বসতবাড়ী দক্ষিনদুয়ারী একচালা টিনের বসতঘরের সাথে উত্তরপাশে খড়ের স্তুপের মধ্যে হতে ০১টি সচল দেশীয় তৈরী ওয়ান শুটার গান, যার দৈর্ঘ্য ১২ ইঞ্চি এবং ০৩(তিন) রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ধৃত আসামী ও উদ্ধারকৃত অস্ত্র-গুলি সম্পর্কে আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন অস্ত্রধারী সন্ত্রাসী এবং পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) এর সক্রিয় সদস্য।
এ ব্যাপারে ধৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।