আটককৃত টিটু উপজেলার অভিরামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও কাউছার পশ্চিম ভাদুর দেওয়ান বাড়ীর আবুল কাশেমের ছেলে বলে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তোতা মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একটি চক্র শুল্ক কর ফাঁকি দিয়ে দীর্ঘদিন থেকে ভারতীয় মেটর সাইকেল ক্রয়-বিক্রয় করে আসছে। তাছাড়া ওই চক্রের সদস্যরা জাল-জালিয়াতির মাধ্যমে ইঞ্জিন ও চেসিস নং- পরিবর্তন করে ভূয়া নাম্বার প্লেট ব্যবহার করছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪টি মোটরসাইকেলসহ টিটু ও কাউছারকে আটক করা হয়। তাদের রামগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। তবে এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।