রুবেল হোসেন লক্ষীপুর: লক্ষীপুরে কেন্দ্রীয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের লেখা ‘আন্দোলন-সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ’ বইটি বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বুধবার (১ মার্চ) রাতে লক্ষীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের উদ্যোগে তার ব্যক্তিগত কার্যালয়ে এ বই বিতরণের আয়োজন করা হয়। এসময় লক্ষীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মাঝে বিনামূল্যে প্রায় ১২শ’ কপি বই বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন, লক্ষীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নুর হোসেন মিঠু, নজরুল ইসলাম ফরহাদ, সদর থানা ছাত্রলীগের আহবায়ক জিসাদ আল নাহিয়ান, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক কাজী বাবলু ও লক্ষীপুর আলিয়া মাদ্রাসার ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম মাইন উদ্দিন প্রমুখ।