আহতরা হলেন, সিএনজি চালক জহির (২৫), যাত্রী মারজাহান বেগম (৩২), তার শিশু মেহেরাজ (১৫ মাস) ও নুর আলম (৩০)। তবে আহতদের মধ্যে দুইজনের নাম জানা যায়নি। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা হাসপাতালে পাঠানো হবে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কমলনগর থেকে আসা যাত্রীবাহী সিএনজি ও মালবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় নারী ও শিশুসহ সিএনজি যাত্রীরা আহত হন। স্থানীয়রা ও স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ ফান্ড’র সদস্যরা দেখতে পেয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
লক্ষীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।