লক্ষীপুরে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

লক্ষীপুর প্রতিনিধি: লক্ষীপুরে একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত ৩৫ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের পিটিআই এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
যুবকের কোন নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে যুবকটি মানসিক প্রতিবন্দী বলে ধারণা করছে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শহরের কলেজ রোড পিটিআইর মোড়র এলাকার একটি পুকুরে যুবকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

লক্ষীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার মোঃ শাহ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পুলিশি তদন্ত চলছে। তবে যুবকটি মানসিক প্রতিবন্দী বলে ধারণা করা হচ্ছে। বিডিপত্র/আমিরুল

Comments (0)
Add Comment