আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলা দু’ইউনিয়নে পৃথকভাবে নতুন পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
পথশিশুদের মাঝে পবিত্র ঈদুল ফিতার উপলক্ষে নতুন পোশাক বিতরণ করেন লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রলীগের প্রথম যুগ্ম আহব্বায়ক হৃদয় সাহা ও যুগ্ম আহব্বায়ক মোঃ করিমুল হক কনক ক্বারী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দালাল বাজার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন সুজন, সাধারণ সম্পাদক অভি সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ দিকে জেলার সদর উপজেলার পারবর্তী নগর ইউনিয়নে যুব কল্যাণ সংস্থার উদ্যোগে ২০পরিবারে মাঝে গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে পারবর্তী নগর ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামে পুলের মাথা নামক স্থানে এ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াহেদপুর জামে মসজিদের সেক্রেটারী ও বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবুল কাশেম।
সংগঠনটির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়াহেদপুর জামে মসজিদের ইমাম মোঃ খায়ের, শামসুল ইসলাম, মাহমুদ হোসেন, তাসলিম, মনির হোসেন, রাশেদ, রুবেল ও দেলোয়ার প্রমূখ।