মো: রুবেল হোসেন, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে পুলিশের সাথে সন্ত্রাসীদের বন্দুক যুদ্ধে ডিবি পুলিশের এএসআইসহ ৫ কনস্টেবল আহত হয় ও ১ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। আহতরা হলো এ এস আই মাহি আলম, কনস্টেবল জহির, বাহার, তুহিন, নাজমুল, সুফিয়ান। সন্ত্রাসীদের মধ্যে ইউনুস ডান পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এসময় ইউনুসের কাছ থেকে একটি এলজি ও ৩টি গুলি উদ্ধার করে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার দিঘলি ইউনিয়নের পশ্চিম জামিরতলি এলাকায় একদল সন্ত্রাসী বুধবার দিবাগত রাত ১টার দিকে অস্ত্র নিয়ে অবস্থান নিলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জামিরতলি এলাকায় অভিযান পরিচালনা করলে সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করে, পুলিশও পাল্টা গুলি চালায়-এতে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। এসময় এএসআইসহ ৫ কনস্টেবল আহত হয়। আহত সন্ত্রাসী ইউনুস একই ইউনিয়নের গোপিরখিল গ্রামের মফিজ উল্যার ছেলে বলে জানা যায়। আহত ডিবি পুলিশের এ এস আই মাহি আলম জানান, সন্ত্রাসী ইউনুসের কাছ থেকে একটি এলজি ও তিনটি গুলি উদ্ধার করা হয় এবং সন্ত্রাসী ইউনুস লক্ষ্মীপুর সদর হাসপাতালে আটক অবস্থায় চিকিৎসাধীন আছেন।