লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত, আহত ৯

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে মাইক্রোবাস-লেগুনা ও মটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আরমান (২০) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ সময় মাইক্রোবাস ও লেগুনার আরো ৯ যাত্রী আহত হয়। স্থানিয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সোমবার সন্ধা ৬টায় উপজেলা লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের করইতোলা বাজারের সদাগর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে ।

নিহত আরমান তোরাবগঞ্জ ইউনিয়নের চরপাগলা গ্রামের রুহুল আমিনের ছেলে ও কমলনগর উপকুল কলেজের বানিজ্যিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী। আহতরা হচ্ছেন, আবদুর রশিদ (২৫), শাকিল (১৩), জসিম (৪০), শাহাবউদ্দিন (৪৫), চৌধূরী মিয়া (৬৫), মাহফুজ (২৫), মজিবুল হক (৩৫) ও ইমন (১১) । এরা প্রত্যেকে রামগতি ও কমলনগরের বাসিন্দা বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর টুমচর থেকে বিয়ের অনুষ্ঠান শেষে যাত্রী নিয়ে রামগতি যাচ্ছিলো একটি মাইক্রোবাস। এসময়  মাইক্রোবাসটি করতোলা বাজারে পৌছলে রামগতি থেকে ছেড়ে আসা দ্রæতগামী লেগুনা ও একই সময় বাইরোড থেকে আসা একটি মটরসাইকেলের ত্রিমূখী সংঘর্ষের ঘটনা ঘটে । এতে ঘটনাস্থলেই মটরসাইকেল আরোহী কলেজ ছাত্র আরমান নিহত হয়।  এসময় ম্ইাক্রোবাস ও লেগুনায় থাকা যাত্রীসহ অন্তত ৯জন আহত হয়। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এসময় মাইক্রোবাস ও লেগুনাটি কমলনগর থানা হেফাজতে নেওয়া হয়।

এবিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মাইক্রোবাস, লেগুনা ও মটরসাইকেল সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাস ও লেগুনা পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে।

Comments (0)
Add Comment