পৌর প্রতিনিধি, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর পৌরসভা ১২নং ওয়ার্ড স্কুল সড়কের করুণ দশা, দীর্ঘ দিন থেকে অবহেলিত এই রোডের উন্নয়ন কাজ না হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। সরেজমিন তথ্য মতে মিয়া রাস্তার মাথা থেকে লাহারকান্দি স্কুল পর্যন্ত খানা-খন্দকে ভরে রয়েছে। এলাকার সাধারণ মানুষসহ স্কুল পড়–য়া ছাত্র-ছাত্রীরা তাদের যাতায়াতে প্রতিনিয়ত সমস্যার মুখোমুখি হচ্ছে। এতে স্থানীয়রা তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এলাকার সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে জানান, ১ম শ্রেণির পৌরসভা হওয়ার পরও তাদের এই ভোগান্তির শিকার হতে হচ্ছে। উল্লেখ্য, লাহারকান্দি হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল গফুর সাংবাদিকদের জানান, রাস্তার সমস্যার কারণে স্কুলের উপস্থিতি দিন দিন কমে যাচ্ছে। অপরদিকে গত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ, কে, এম শাহজাহান কামাল ও পৌর মেয়র আসলে স্কুলের পক্ষ থেকে রাস্তার কাজ দ্রুত করার জন্য প্রস্তাব জানানো হয়।