লজ্জা এড়াল ভারত, সিরিজ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : শেষ পর্যন্ত মিরপুরে টাইগারদের বিপক্ষে বাংলাওয়াশের লজ্জা এড়িয়েছে ভারত। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৭৭ রানে হারিয়ে সান্ত্বনার জয় পেলো টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩১৭ রানের বিশাল সংগ্রহ পায় ধোনির দল।

জবাবে ২৪০ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। আসরে ২-১ এ সিরিজ জিতেছে মাশরাফিরা। আর সিরিজ সেরা হয়েছেন মুস্তাফিজ।

টসে হেরে ব্যাট করতে নেমে ধোনি ,ধাওয়ানের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশের বোলারদের দারুণ পরীক্ষা নেয় ভারত। এতে, নির্ধারিত ৫০ ওভারে ৩১৭ রানের সংগ্রহ পায় টিম ইন্ডিয়া। ভারতের পক্ষে ধাওয়ান ৭৫ ও ধোনি ৬৯ রান করেন। আর বাংলাদেশের পক্ষে ২ উইকেট নিয়ে তিন ম্যাচ সিরিজে একমাত্র বোলার হিসেবে ১৩ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন মুস্তাফিজ। অধিনায়ক মাশরাফি নেন তিন উইকেট।

জবাবে, টিম ইন্ডিয়ার টার্গেটটা পাহাড়সম হওয়ায় বাংলাদেশের ওপেনারদের শুরু করতে হয় বেশ সতর্কভাবে। কিন্তু ওপেনার তামিম ৫ রানে আউট হলে বিপাকে পড়ে স্বাগতিকরা। এরপর সৌম্য সরকার খানিকটা লড়াই করে ব্যক্তিগত ৪০ রানে আউট হয়ে যান। পরে,মুশফিকও বেশি দুর আগাতে পারেন নি। তিনি আউট হন ২৪ রান করে।

পরে, স্বপ্ন দেখানো লিটন দাস ৩৪ রান করে সাজঘরে ফিরলে বিপাকে পড়ে টিম বাংলাদেশ। শেষে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় শেষ পর্যন্ত ২৪০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

Comments (0)
Add Comment