স্থানীয় জানান, ওই এলাকায় ধরলা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ৪ দিন ধরে বন্যা দেখা দিয়েছে। ফলে অনেকেই বসত বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যাচ্ছে। রোববার বিকালে ওই এলাকার আব্দুল হামিদ ও তার স্ত্রী আছমা বেগম, মোজাম উদিন ওরফে রবিউল ও তার ছেলে নাদিমসহ ৪ জন মিলে কলার ভেলায় করে নিরাপদ স্থানে যাচ্ছিলো। ধরলা নদীর প্রচন্ড পানির ¯্রােতে কলার ভেলা পানিতে ডুবে গেলে ৪ জনেই নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় শিশু নাদিমের লাশ উদ্ধার করা হলেও এখন পর্যন্ত বাকি ৩ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি ।
কুলাঘাট ইউনিয়ন চেয়ারম্যান ইদ্রিস আলী কলার ভেলা ডুবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।