স্থানীয়সূত্রে জানা যায়, প্রচণ্ড ঘূর্ণিঝড়ে গাছ পড়ে লালমনিরহাট রেলওয়ে কলোনি এলাকায় ৩ জন আহত হয়েছে। এছাড়াও থেমে থেমে চলা শিলা বৃষ্টিতে ধান, ভুট্টাসহ বিভিন্ন ফসল নষ্ট হয়েছে।
প্রচণ্ড বেগে আঘাত হানা ঝড়ে জেলার আদিতমারী, কালীগঞ্জ ও সদর উপজেলার কয়েক হাজার ঘরবাড়ি ভেঙে পড়েছে। উপড়ে গেছে গাছপালা, বিদ্যুতের খুঁটি ও তার। এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তিস্তার চরাঞ্চলগুলোতে।
লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খাঁন জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করতে ইউএনওসহ সব দপ্তরকে বলা হয়েছে।