লালমনিরহাটে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

লালমনিরহাটে শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলা তিন ঘণ্টাব্যাপী এ ঝড়ে তিনজন আহত হওয়াসহ কয়েক হাজার ঘরবাড়ি ও গাছপালা নষ্ট হয়েছে। ক্ষতি হয়েছে ধানসহ বিভিন্ন ফসলের।

স্থানীয়সূত্রে জানা যায়, প্রচণ্ড ঘূর্ণিঝড়ে গাছ পড়ে লালমনিরহাট রেলওয়ে কলোনি এলাকায় ৩ জন আহত হয়েছে। এছাড়াও থেমে থেমে চলা শিলা বৃষ্টিতে ধান, ভুট্টাসহ বিভিন্ন ফসল নষ্ট হয়েছে।

প্রচণ্ড বেগে আঘাত হানা ঝড়ে জেলার আদিতমারী, কালীগঞ্জ ও সদর উপজেলার কয়েক হাজার ঘরবাড়ি ভেঙে পড়েছে। উপড়ে গেছে গাছপালা, বিদ্যুতের খুঁটি ও তার। এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তিস্তার চরাঞ্চলগুলোতে।

লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খাঁন জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করতে ইউএনওসহ সব দপ্তরকে বলা হয়েছে।

Comments (0)
Add Comment