পাটগ্রাম প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা ছাত্রশিবিরের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সুজনকে (২২) বুধবার দিবাগত রাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। মো. সুজন উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ী এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু হানিফের ছেলে। আবু হানিফ বর্তমানে আইএফআইসি ব্যাংকের চট্রগ্রাম শাখার নিরাপত্তাকর্মী পদে কর্মরত রয়েছেন। পাটগ্রাম থানার ডিউটি অফিসার(এসআই) ইয়াকুব আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রসুলগঞ্জ বাজার থেকে রাত ১১টার দিকে শিবির নেতা মো. সুজনকে উপ-পরিদর্শক(এসআই) আকিকুল ইসলাম গ্রেফতার করেন। সে পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি ডিগ্রি কলেজের একাদশ দ্বিতীয় বর্ষের ছাত্র। দীর্ঘদিন থেকে সে পলাতক ছিলেন।