লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের কাষ্টমস কর্তৃপক্ষের আয়োজনে আর্ন্তজাতিক কাষ্টমস দিবস পালিত হয়েছে। আজসোমবার সকাল সাড়ে ১১টায় দিবসটি পালন উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর কাষ্টমস কার্যালয় থেকে এক বর্ণ্যাঢ্য র্যালী বুড়িমারী জিরো পয়েন্ট প্রদক্ষিণ বুড়িমারী বাজার হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কাষ্টমস অফিসে এসে শেষ হয়।
পরে কাষ্টম কার্যালয়ে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার বিল্লাল হোসেন, কাষ্টমস সুপার আব্দুর রহমান,সিএন্ডএফ ব্যবসায়ী আবুল হাশেম,ব্যবসায়ী হুমায়ুন কবির সওদাগর প্রমুখ।র্যালি ও আলোচনা সভায় অংশ নেন বুড়িমারী স্থল বন্দর আমদানী রপ্তানি কারক ও সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী ও কর্মচারী এ্যাসোসিয়েশনের সদস্য গন।