লালমনিরহাট বৃষ্টির কারণে কমেনি সবজির দাম, মাছ ও মাংস চড়া

 

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট বাজার গুলোর কমেনি কোন কিছুর দাম। ক্রেতাদেও বাধ্য হয়ে চড়া দামে কিনতে হচ্ছে সব, এতে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। গত কাল লালমনিরহাট-এ বাজার গুলোতে সবজির পাশাপাশি মাছ ও মাংসের দাম ছিল বেশি। লালমনিরহাটে কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে গত সপ্তাহের মত প্রায় সবজিতে ৪-৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। ছিম ২০-২৫ টাকা, বাধা কপি প্রতি পিচ ১০-১২ টাকা, ফুলকপি প্রতি পিচ ১০-১৫ টাকা, নতুন আলু প্রতি কেজি ২০-২৫ টাকা, পিয়াচ ৩২-৩৫ টাকা, কাচা মরিচ ২৫-৩০ টাকা, বেগুন ২০-২৫ টাকা, করল্যা ১২০-১৪০ টাকা বিক্রয় হয়েছে। মাছের বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি বাটা মাছ প্রতি কেজি ১০০-১২০ টাকা, মাঝারি তেলাপিয়া ১২০-১৫০ টাকা, পাঙ্গাস মাছ ১২০-১৩০ টাকা, বইড়ারি মাছ ৩০০-৪০০ টাকা, ছোট ইলিশ ৫০০-৬০০ টাকা, বড় ইলিশ ৬০০-৮০০ টাকা দওে বিক্রি হয়েছে। গরুও মাংস ২৫০-২৮০ টাকা, খাসির মাংস ৪০০-৪৫০ টাকা দওে বিক্রি হয়েছে।

Comments (0)
Add Comment