লালমনিরহাট হাতীবান্ধা উপজেলায় দৈখাওয়া সিমান্তে ভারতীয় ৪৫ বোতল ফেনসিডিল সহ ৩ মোটরসাইকেল আরোহী আটক

হাতীবান্ধা লালমনিরহাট

হাতীবান্ধা(লালমনিরহাট)প্রতিনিধি:

লালমনিরহাজে হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তে সোমবার  ভোর অনুমানিক ৪টার দিকে নওদাবাস ইউনিয়নের জোসনার বাজার নামক স্থানে পুস্পজিৎ পিতা সতিশ চন্দ্র,সাং বনচৌকী, ভূপার পিতা ক্ষিতেশ চন্দ্র, মোতালেব পিতা মাহফুজার রহমান উভয় সাং আমঝোল গোপন সংসাদের ভিত্তিতে ভারতীয় ৪৫ বোতল ফেনসিডিল সহ ২টি মোটরসাইকেল আটক করে। হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সোর্স মারফত সংবাদ প্রাপ্ত হয়ে সঙ্গীয় ফোর্স উল্লেখিত স্থানে ওৎ পেতে থাকিলে পথিমধ্যে তাহাদেরকে মোটরসাইকেল ও মালামাল সহ আটক করা হয়। ধারনা করা হচ্ছিল সে মালগুলো অন্যত্র পাচার করার চেষ্টায় লিপ্ত ছিল। এঘটনায় হাতীবান্ধা থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে। যার নং-০১(হাতী) তারিখ ০২/০২/২০১৫ইং।

 

Comments (0)
Add Comment