লিটনের উদ্যোগে রামপুরের ৮ হাজার পরিবার পাবে খাদ্যসামগ্রী

করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে নগরীর জনজীবন। চারদিকে নীরব-নিস্তব্ধতা। চেনা নগরীকে কেমন যেন মনে হয় অচেনা। ঘরবন্দি মানুষগুলো আতঙ্কে দিন কাটাচ্ছে। দেশের এই দূর্দিনে রামপুরের জনসাধারণের মনে সাহস জোগাতে নানা উদ্যোগ নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন ২৫ নং রামপুর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সবুর লিটন।

তারই ধারাবাহিকতায় রামপুরের ৮ হাজার পরিবারের জন্য খাদ্যসামগ্রী ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছেন তিনি।
তিনি বলেন দেশ এখন একটি সংকটময় সময় অতিক্রম করছে। আমাদের জনসাধারণ আতঙ্কের মধ্য দিয়ে সময় পার করছেন। সবাই এখন ঘরবন্দি। অনেকের ঘরে এতদিন যা কিছু খাবারের ব্যবস্থা ছিল তা এখন ফুরিয়ে আসার সময় হয়েছে। তাই সবদিক বিবেচনা করে আমার রামপুরবাসীরা যেন কষ্ট না পায়, তাই আমি ৮ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দেয়ার উদ্যোগ নিয়েছি। কাউকে আসতে হবে না, ঘর থেকে বের হতে হবে না। আমি সবার ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দিব।

Comments (0)
Add Comment