লিবিয়া যেতে আগ্রহী ৭৪ ব্যক্তির অর্থ ফেরতের নির্দেশ

বিডিপি ডেস্ক: লিবিয়া যেতে আগ্রহী ৭৪ ব্যক্তির কাছ থেকে জমা রাখা অর্থ দশ শতাংশ সুদসহ তিন মাসের মধ্যে ফেরত দিতে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। একই সঙ্গে ভিসা পাওয়া ব্যক্তিদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র (এনওসি) দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেয়।
সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলো নির্ধারিত সময়ে অর্থ ফেরত না দিলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়কে ওই অর্থ উদ্ধার করারও নির্দেশ দিয়েছে আদালত।
এর আগে ৭৪ জন বাংলাদেশি নাগরিক বৈধ ও ওয়ার্ক পারমিট থাকার পরও লিবিয়ায় যাওয়ার অনুমতি দেয়নি সরকার। সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তারা হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। হাইকোর্ট ৭৪ জন বাংলাদেশিকে লিবিয়ায় যাওয়ার জন্য সুযোগ করে দিতে মন্ত্রণালয়কে নির্দেশ দেয়। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
আজ আবেদনের পক্ষে অতিরিক্ত অ্যটার্নি জেনারলে মুরাদ রেজা ও আদেনকারীদের পক্ষে অ্যাডভোকেট এ এম আমিনুদ্দিন শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয়।
আপিল স্থগিত আদেশ দিয়ে বলে, সরকারই সিদ্ধান্ত গ্রহণ করেছে, বর্তমান পরিস্থিতি লিবিয়ায় যাওয়ার সুযোগ নেই। অতএব আবেদনকারীরা সেখানে যেতে পারবেন না।

Comments (0)
Add Comment