লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতে এক মাসে ১২ মামলা, আটক ১২

লোহাগাড়া প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রামের লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ১ মাসে ১২টি মামলা রুজু এবং ১২ জনকে আটক করা হয়েছে। এসব মামলায় আটককৃতদের ভিন্ন ভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেয়া হয়। জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১২ জন মাদকবিক্রেতা ও আসক্তকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিজনুর রহমান আটককৃতদের স্বীকারোক্তি মতে ১ জনকে ১ বছরের, ৭ জনকে ৬ মাসের, ৩ জনকে ৩ মাসের কারাদণ্ড ও ১ জনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। গত মার্চ মাসে উপজেলা নির্বাহী অফিসার উপজেলার লোহাগাড়া ইউনিয়নে ৪টি ও আমিরাবাদ ইউনিয়নে ২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা প্রদান করেন বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. ফিজনুর রহমান বলেন, মাদককে না বলুন এবং মাদকবিক্রেতাকে সামাজিকভাবে প্রতিহত করুন। মাদকসেবীকে ঘৃণা নয় বরং তাদেরকে আইনের আওতায় এনে সংশোধনের সুযোগ সৃষ্টি করে দিলে সমাজকে মাদকমুক্ত রাখা সম্ভব। লোহাগাড়াকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। মাদকাসক্তরা সমাজের বিষফোঁড়া। এদের নির্মূলে আগামীতে আরো কঠোর পদক্ষেপ নেয়া হবে।

Comments (0)
Add Comment