শঙ্কিত নয় বিসিবি

শ্রীলঙ্কান ক্রিকেট দলের কোচের পদ থেকে মারভান আতাপাত’র হঠাৎ পদত্যাগের পর থেকেই আন্তর্জাতিক মিডিয়ায় প্রচারিত হয় যে নতুন কোচ হিসেবে চন্দিকা হাতুরুসিংহেই প্রথম পছন্দ শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের।

বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোতেও এই গুঞ্জনের সাথে ছড়িয়ে পড়ে হাতুরুকে হারানোর শঙ্কা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন মনে করেন এই মুহূর্তে হাতুরুকে নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। এ ব্যাপারে একটি জাতীয় দৈনিককে তিনি বলেছেন, ‘আমি সে শঙ্কার কোন কারণ দেখি না। কারণ, কোচ বাংলাদেশে খুশি আছে বলে আমরা মনে করি।

সবচেয়ে বড় কথা, এই দল নিয়ে তার সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা চলছে।’ বিসিবি প্রধান নির্বাহীর এমন বক্তব্যে হাফ ছেড়ে বাঁচতে পারেন শনিবার থেকেই হাতুরুকে হারানোর শঙ্কায় উদ্বিগ্ন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। যদিও এই মুহূর্তে বাংলাদেশে না থাকায় এর আগে এক দফা সহকারী কোচ হিসেবে শ্রীলঙ্কা দলের সাথে কাজ করা হাতুরুসিংহের সাথে এ ব্যাপারে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

বাংলাদেশেরপত্র/এডি/এস

Comments (0)
Add Comment