সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সুন্নি বিদ্রোহীরা তাকবা বিমানঘাঁটি দখলের পর পালিয়ে যাওয়ার সময় সিরীয় সেনাদের আটক করে। খবর বিবিসি অনলাইন।
বিদ্রোহীরা তাদের পরিচালিত টুইটারে ২০০ সিরীয় সেনা হত্যার দাবি করে টুইট করে।
বুধবার অনলাইনে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, আইএসআইএস জঙ্গিরা শতাধিক সিরীয় সেনাকে মরুভূমিতে ‘মার্চ’ করাচ্ছে।
ভিডিওতে আরো দেখা যায়, বিদ্রোহীরা ‘ইসলামিক রাস্ট্র’ ও ‘পিছপা হব না’ বলে স্লোগান দিচ্ছে।