ক্ষতিগ্রস্ত রতন ও এলাকাবাসী জানান, রতন আলী তাঁর বাবার পুকুর সহ কয়েকটি পুকুর লীজ নিয়ে ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাছ চাষ করেন। তাঁর গ্রামেই ৮৭ শতক এ পুকুরটি। তিনি এক মাস আগে ওই পুকুরে ৪৮ হাজার পবদা ও টেংরার পোনা ছেড়ে দেন। ঘটনার রাতে কে বা কারা শক্রতা করে পুকুরে বিষ দেয়। ভোরে পুকুরে গিয়ে দেখেন মাছের সব পোনা মরে ভেসে উঠেছে। তিনি বলেন, সামান্য পুঁজি নিয়ে গত কয়েক বছর ধরে মাছের চাষ করছেন। বিষ দিয়ে মাছ মেরে ফেলায় তাঁর সর্বনাশ করা হয়েছে। এ ঘটনার পর বিষয়টি তিনি থানার কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম বলেন, থানায় এধরনের কোনো অভিযোগ দেওয়া হয়নি।