জেল প্রতিনিধি, সিলেট:
দেশ ও জাতির মঙ্গল কামনায় গত মঙ্গলবার সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর টিলাগড়স্থ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সিলেট জেলা, মহানগর ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, ক্রীড়া সংগঠক আব্দুল হালিম সুনু মিয়া, এছাড়া স্থানীয় আ’লীগের নেতা-কর্মীবৃন্দ।