বিনোদন ডেস্ক:
ভারত ক্রিকেট দলের সহ-অধিনায়ক ভিরাট কোহলির খারাপ খেলা এবং ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে ভারতের পরাজয়ের কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা যায় ভিরাটের সঙ্গে হোটেলে আনুশকার অবস্থানের কথা এবং এ নিয়ে বেশ বিতর্কেরও সৃষ্টি হয়। বিতর্কের চাপে পড়ে খুব শিগগিরই বিবাহ-বন্ধনে আবদ্ধ হচ্ছেন ভারতের তারকা ব্যাটসম্যান ভিরাট কোহলি ও বলিউডের তারকা অভিনেত্রী আনুশকা শর্মা। কোহলি ও আনুশকা শর্মার ব্যাপারে কথা বলতে গিয়ে এক মেইল বার্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্টকে এমন কথাই জানিয়েছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। কিন্তু ক্রিকেটার ভিরাট কোহলির সঙ্গে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড তারকা আনুশকা শর্মা- মিডিয়ায় প্রকাশিত এমন খবরকে ‘অসত্য ও ভিত্তিহীন’ বলে জানিয়েছেন আনুশকার মুখপাত্র। শুধু তাই নয়, ভিরাট ও আনুশকা কিছুদিনের মধ্যেই বিয়ে করবেন- এমন যুক্তি দেখিয়ে একসঙ্গে থাকার অনুমতি নেওয়া হয়েছে বলে দাবিও করা হয়, যার পরিপ্রেক্ষিতে একটি বিবৃতি দিয়েছেন আনুশকার মুখপাত্র। বিবৃতিতে বলা হয়েছে, ‘আনুশকা ও ভিরাটের বিয়ে নিয়ে কিছু খবর প্রকাশিত হয়েছে যা শুধু গুজবের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। এসবের মধ্যে কোনো সত্যতা নেই। এ ধরনের খবর আনুশকা ও তাঁর ক্যারিয়ারের জন্য ক্ষতিকর। তাই সবাইকে অনুরোধ করা হচ্ছে ভিত্তিহীন খবর প্রকাশ থেকে বিরত থাকার জন্য।’