শহীদ বুদ্ধিজীবী অবসকিওর ও বাংলাদেশ

রঙ্গমঞ্চ ডেস্ক:
শহীদ বুদ্ধিজীবী, মহান একুশে ফেব্র“য়ারি, শহীদ আজাদ- অবসকিউরের গানে গানে এসবের মাধ্যমেই উঠে এসেছে বাংলাদেশ। শুধু দেশ নয়, সুদূর ফিলিস্তিনে সহিংসতার প্রতিবাদ মন্ত্রও উচ্চারিত হয়েছে জনপ্রিয় এই ব্যান্ডের নতুন গানে। ‘অবসকিওর ও বাংলাদেশ’ নামের অ্যালবামে শ্রোতারা শুনতে পারবেন গানগুলো। আগামী ২৬ সেপ্টেম্বর এটি বাজারে আসবে সিডি চয়েস থেকে। ওইদিন বিকেলে বেইলি রোডের ড্রিম ডেস্ক স্টুডিওতে আয়োজন করা হয়েছে এর প্রকাশনা অনুষ্ঠান। উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠাতা পরিচালক আক্কু চৌধুরী। ‘অবসকিওর ও বাংলাদেশ’ হলো অবসকিউরের নবম অ্যালবাম। এতে থাকছে ১০টি। এগুলোর কথা লিখেছেন আবদুল গাফফার চৌধুরী, মনিরুল ইসলাম, মোস্তফা মাহমুদ, আবু সাঈদ, তানজিল রহমান ও কলকাতার কবি অমিত গোস্বামী। গানগুলোর শিরোনাম ‘স্বাধীনতার বীজমন্ত্র,’ ‘ফিলিস্তিন,’ ‘একুশে ফেব্র“য়ারি,’ ‘আজাদ,’ ‘ইশ,’ ‘মতিঝিল,’ ‘পু®পধুলি,’ ‘বন্ধু,’ ‘যদি কখনও’ এবং ‘আবোল তাবোল’।

Comments (0)
Add Comment