শাহজাদপুরের মেয়র মিরু বরখাস্ত

সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশিট আদালত আমলে নেয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু ও এক কাউন্সিলরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নূর মোহাম্মাদ শামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। বরখাস্ত অপরজন হলেন ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক।

সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় গত ১৩ জুন শাহজাদপুরের আমলী আদালত অভিযোগপত্র আমলে নেয়। এতে বাদী শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগমের চার্জশিটের ওপর কোনো আপত্তি না থাকায় আদালতের বিচারক হাসিবুল হক তা গ্রহণ করে নথিভূক্ত করেন এবং পলাতক ২৫ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

Comments (0)
Add Comment