বিনোদন ডেস্ক
একই দিনে ইউটিউবে ছাড়া হলো শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ ও হৃতিক রোশনের ‘ব্যাং ব্যাং’ ছবির গান। ১৩ ঘণ্টা আগে ছাড়া হয়েছে ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির ‘ইন্ডিয়াওয়ালে’ শিরোনামের গান। আর মাত্র ৪০ মিনিট আগে ছাড়া হয় হৃতিক-ক্যাটরিনার প্রেমের গান ‘মেহেরবান’। ‘হ্যাপি নিউ ইয়ার’ মুক্তি পাবে আগামী দিওয়ালিতে। আর ‘ব্যাং ব্যাং’ প্রেক্ষাগৃহে আসবে আগামী ২ অক্টোবর। ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির সংগীত পরিচালনা করেছেন বিশাল-শেখর। আর ‘ইন্ডিয়াওয়ালে’ গানটি গেয়েছেন কেকে, শংকর মহাদেবা ও বিশাল দাদলানি লিখেছেন ইরশাদ কামিল। অন্যদিকে ‘ব্যাং ব্যাং’ ছবির সংগীত পরিচালনা করেছেন বিশাল-শেখর দুজনেই। আর ‘মেহেরবান’ গানটি গেয়েছেন অ্যাশ কিং, শেখর রাভজিয়ানি ও শিল্পা রাও লিখেছেন আনভিতা দত্ত।