বেরোবি প্রতিনিধিঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চলমান সংকটের যাবতীয় সমস্যা সহ ৮ দফা দাবি নিয়ে আবারো আমরণ অনশনের ঘোষণা দিয়েছে সাধারন শিক্ষার্থীর পক্ষ থেকে অনশনরত অবস্থায় হামলার শিকার অর্থনীতি ১ম ব্যাচের শিক্ষার্থী শাহাজাহান আলী । এছারাও উপাচার্য ,প্রক্টরিয়াল বডির সকল সদস্যের পদত্যাগ এবং বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক শফিকুল ইসলামের বদলি এই ৩ দফা দাবি নিয়ে আহত রসায়ন বিভাগের শিক্ষক এইচএম তারিকুল ইসলাম এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক মোস্তাফিজুর রহমান রিপন একই সাথে আমরণ অনশন করার ঘোষণা দেন । রবিবার দুপুরে তারা পৃথক পৃথক ভাবে “সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদ”এর মঞ্চ থেকে এই ঘোষণা দেন । আজ রবিবার সন্ধ্যা ৭ থেকে ক্যাম্পাসে এই অনশন শুরু হবে বলে জানান পুর্বে অনশনরত অবস্থায় হামলার শিকার অর্থনীতি ১ম ব্যাচের শিক্ষার্থী শাহাজাহান আলী ।এ সময় তিনি আবারো সাধারন শিক্ষার্থীর সহযোগিতা কামনা করেন । এদিকে তাদের ৩ জনের এই আমরণ অনশনে একাত্মা ঘোষণা করেছে উপাচার্য বিরোধী আন্দোলনের “সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদ” ও সাধারন শিক্ষার্থীর একাংশ । উল্লেখ্য যে,গত বুধবার চলমান সংকটের যাবতীয় সমস্যা সহ ৮ দফা দাবি নিয়ে সাধারন শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করলে মধ্যরাতে হামলার শিকার হতে হয় শিক্ষার্থীরা ।এ সময় শিক্ষক সহ মোট ১৯ জন শিক্ষার্থী আহত হয়