চট্টগ্রাম : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে সাড়ে ৫ কেজি ওজনের ৪৮ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের এক যাত্রীর লাগেজে তল্লাশি চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। স্বর্ণগুলো চার্জ লাইটের মধ্যে রাখা ছিল। এ ঘটনায় চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা ওই যাত্রীকে আটক করা হয়েছে।
কাস্টমসের ডেপুটি কমিশনার মিনহাজ এসব তথ্য নিশ্চিত করেন। এছাড়া মধ্যপ্রাচ্য থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২০টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে বলে বিমান বন্দর কাস্টমস সূত্র জানায়।