শিবপুরে নৌকার মঞ্চে ১৪৪ ধারা জারি

ফাহিমা খানম, নরসিংদী: আওয়ামীলীগ জোট সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার শিবপুর উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা যুবলীগ। অনুষ্ঠান উদযাপনের জন্য মাঠে বিশাল নৌকা মঞ্চ তৈরি করা হয়। কিন্তু অনুষ্ঠানের প্রধান অতিথি করা হয় স্বতন্ত্র এমপি সিরাজুল ইসলাম মোল­াকে। তিনি গত দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচিত হন। ফলে বিষয়টি মেনে নিতে না পারায় উপজেলা কৃষকলীগ একই স্থানে একই সময়ে আলোচনা সভা করার অনুমতি চায়। কিন্তু স্থানীয় প্রশাসন আগে আবেদন করায় প্রাথমিক ভাবে যুবলীগকে অনুমতি দেয়। এতে তারা বিশাল নৌকা মঞ্চসহ সকল প্রস্তুতি সম্পন্ন করে। উপজেলা কৃষকলীগের আবেদন মঞ্জুর না হওয়ায় উপজেলা আওয়ামীলীগ নৌকা মঞ্চ এবং আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নামে স্বতন্ত্র এমপি কোন অনুষ্ঠান যাতে না করতে পারে সে জন্য উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের নিকট আবেদন করে। ফলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিকেলে উপজেলা মাঠে লোকজন নিয়ে স্বতন্ত্র এমপি যাওয়ার চেষ্টা করলে প্রশাসন বাধা দেয়। পরে বাহিরে প্রশাসনের অনুরোধে দু’পক্ষ একসাথে মিছিল করলেও মিছিল থেকেই দু’পক্ষ আলাদা হয়ে যায়। ফলে দু’পক্ষের মাঝে সংঘর্ষ হতে পারে এমন টানটান উত্তেজনার সৃষ্টি হলে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) ইসরাত জাহান কেয়া বিকাল ৪.৩০মি: হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলা পরিষদ মাঠ ও আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করেন।

Comments (0)
Add Comment