শিল্পকলাতে ওয়েব ফিল্ম “দুনিয়ার খেলা”র প্রিমিয়ার শো মঙ্গলবার

শিল্পকলাতে ওয়েব ফিল্ম  “দুনিয়ার খেলা”র প্রিমিয়ার শো মঙ্গলবার

জীবন প্রিয়া ডিজিটাল প্রযোজিত ওয়েব ফিল্ম “দুনিয়ার খেলা”র প্রিমিয়ার শো মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হবে। প্রিয়া সেন” র কাহিনীতে ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন নির্মাতা এস.ডি.জীবন। ০৭ মে মঙ্গলবার বিকেল ৪:১৫ মিনিটে প্রথম শো,৫:৪৫ মিনিটে ২য় শো এবং সন্ধ্যা ৭:১৫ মিনিটে ৩য় শো প্রদর্শন করা হবে। প্রিমিয়ার শো তে সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন নির্মাতা এস.ডি.জীবন।

Comments (0)
Add Comment