বিনোদন ডেস্ক:
‘বন্ড, জেমস বন্ড’- ড্যানিয়েল ক্রেগের মুখে আরেকবার এ সংলাপ শোনার দিন গুনতে শুরু করুন। লন্ডনের পাইনউড স্টুডিওতে এ বছরের ৬ ডিসেম্বর শুরু হবে ‘জেমস বন্ড’ সিরিজের ২৪তম ছবির দৃশ্যধারণ। ‘ক্যাসিনো রয়েল’ (২০০৬), ‘কোয়ান্টাম অব সোলেস’ (২০০৮) ও ‘স্কাইফর’-এর পর চতুর্থবারের মতো জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন ক্রেগ। আগের ছবি ‘স্কাইফল’-এর মতো এবারেরটিও পরিচালনা করবেন ব্রিটিশ নির্মাতা স্যাম মেন্ডেস। ‘স্কাইফল’ হলো জেমস বন্ড সিরিজের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল ছবি। বিশ্বব্যাপী এটি ১০০ কোটি ডলারেরও বেশি আয় করেছে। তাই ছবিটির প্রায় সব কলাকুশলীকে ফিরিয়ে আনা হচ্ছে। এবারও এম চরিত্রে রালফ ফাইনেস, ইভ মনিপেনির ভূমিকায় নাওমি হ্যারিস এবং কিউ চরিত্রে থাকছেন বেন হুইশো। চিত্রনাট্যকার প্যানেলও একই- জন লগ্যান, নীল পারভিস ও রবার্ট ওয়েড। প্রযোজনা প্রতিষ্ঠান এমজিএম, সনি এবং প্রযোজকদ্বয় মাইকেল জি উইলসন ও বারবারা ব্রকোলি জানান, ২০১৫ সালের ২৩ অক্টোবর ব্রিটেনে মুক্তি পাবে নাম চূড়ান্ত না হওয়া ছবিটি। আমেরিকার প্রেক্ষাগৃহে এটি দেখা যাবে আগামী বছরের ৬ নভেম্বর থেকে।