শেরপুর সংবাদদাতা: শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক অনিল কুমার রায়ের পরিবারকে হত্যা এবং উপজেলা পরিষদ ভবনসহ আরো ৫০টি গুরুত্বপূর্ণ স্থান বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। শিবির পরিচয়ে এক চিঠিতে এ হুমকি দেয়া হয়েছে।
সোমবার বিকলে ওই আওয়াী লীগ নেতা এ চিঠি পাওয়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় নেতাদের সাথে আলোচনা করেন। পরে রাত ১১টায় নকলা থানায় চিঠিটি হস্তান্তর করা হয়। নকলা থানায় বিষয়টি সাধারণ ডাইরি হিসেবে গ্রহণ করে রাতেই তদন্তে নামে পুলিশ।
এ ব্যপারে অনিল কুমার রায় বলেন, ‘সোমবার বিকেলে আমার বাসায় দরজার নিচ দিয়ে আরবি ও বাংলার সংমিশ্রণে লেখা একটি চিঠিটি কে বা কারা দিয়ে যায়। তবে চিঠিতে ইসলামী ছাত্র শিবিরের পরিচয় দেয়া হয়েছে।’
হুমকির চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হায়দার বলেন, ‘চিঠিটি পেয়ে আমরা সাধারণ ডাইরি হিসেবে গণ্য করে তদন্ত শুরু করেছি।’