শেরপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি: শেরপুরে উছমান আলী (২৩) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। আজ শুক্রবার সকাল ৯ টার দিকে সদর উপজেলার হিরোয়া বালুঘাট এলাকার সেচ পাম্পের ঘর থেকে ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত উছমান আলী ওই এলাকার আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উছমান আলী ইরিবোরো ক্ষেতে সেচ দিতে গেলে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে তাকে জবাই করে হত্যা করে। ভোরে আশপাশের লোকজন তাকে দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাযহারুল ইসলাম।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সেচ পাম্পের পানি দেয়া নিয়ে একটি পক্ষের সাথে বিরোধ চলে আসছিল। তারাই এ কাজ করতে পারে। এ এসপি সার্কেল মো. শাহজাহান কবীর জানান, লাশ উদধার করা হলো। এজাহার পাওয়ার পর, তদন্ত করে মূল ঘটনা উদঘাটন করে প্রকৃত হত্যাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Comments (0)
Add Comment