শেরপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক খুন

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে বিরোধপূর্ণ জমিতে হালচাষ করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মইজ উদ্দিন (৪৫) নামে এক কৃষক খুন হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব শমদচূড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মইজ উদ্দিনের স্ত্রী, জেলেহা খাতুন(৪০) ছেলে হাবিবুর রহমান(২৩) ও মেয়ে রোজিনা খাতুন গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিহতের স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরে জমি নিয়ে মইজ উদ্দিন সঙ্গে তার প্রতিবেশি তালেব আলী, জয়নাল আবদীন গংদের সাথে বিরোধ চলছিল। আজ সোমবার দুপুরে দিকে মইজ উদ্দিন ওই জমিতে আমনধান রোপণের জন্য হালচাষ করছিল। এ সময় তালেব আলী, জয়নাল আবদীন, রুহুল আমিন, জাকারিয়ার নেতৃত্বে ৭-৮ জন দেশীয় অস্ত্র নিয়ে মইজ উদ্দিনের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। ঘটনা শুনে তার স্ত্রী, ছেলে ও মেয়ে ঘটনাস্থলে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা মইজ উদ্দিনকে আহতাবস্থায় নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments (0)
Add Comment