জানা গেছে, জোয়ানপুর গ্রামের বাসিন্দা থাই ব্যবসায়ী মাহবুবুর রহমান ঢাকায় অবস্থান করায় তার বাড়িটি ভাড়া দিয়ে থাকেন । মিজান নামের একজন সিএনজি চালক বাসাটি ভাড়া নিয়ে পরিবার পরিজনসহ বসবাস করতো । গত দু’দিন আগে মিজান পরিবারসহ অন্যত্র চলে যায় । এরপর ওই বাসায় ২ যুবক বসবাস করতে শুরু করে । রবিবার রাতে বাসায় বিকট শব্দে বোমা বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । পড়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ২ যুবককে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান , ৮টি বোমা উদ্ধার করা হয়েছে। ঢাকা থেকে পুলিশের বোমা নিস্ক্রিয়করণ দল রওনা হয়েছে । তারা আসার পর বিষয়টি পরিষ্কার হবে ।