শেরপুরে র‌্যাব পরিচয়ে আটক ওষুধ ব্যবসায়ীর সন্ধ্যান মেলেনি এখনও

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজার থেকে হাতকড়া পড়িয়ে তুলে নিয়ে যাওয়া আমিনুল ইসলাম (৩৪) নামে এক ওষুধ ব্যবসায়ীর সন্ধান মেলেনি আট দিনেও। গত ২৩ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নন্নীবাজারের নিজ ওষুধের দোকান থেকে তাকে তুলে নেওয়া হয়। তার পরিবার দাবি করছেন, আমিনুল ইসলামকে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
নিখোঁজের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিখোঁজ আমিনুল ইসলাম উপজেলার নন্নী ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের মৃত আব্দুল হকের ছোট ছেলে। তার নন্নী বাজারে আম্বিয়া মেডিকেল হাউজ নামে ওষুধের দোকান রয়েছে। গত ২৩ জুন সকালে ৬-৭ জনের সাদা পোশাকের একটি দল মাইক্রোবাসে জোর করে হাতকড়া পড়িয়ে তুলে নিয়ে যায়। পরে নিখোঁজের পর পরিবার অনেক খোঁজা খুঁজি করে আমিনুল ইসলাম কে না পেয়ে গত ৩০ জুন নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমিনুলের বড় ভাই আবু হারেছ বলেন, আমার ভাইকে সাদা রংয়ের একটি মাইক্রোবাসে জোর করে তুলে নিয়ে যায়। গত আট দিনেও তার কোন সন্ধান পাইনি। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফসিহুর রহমান জানন, এ ব্যাপরে আমরা একটি অভিযোগ পেয়েছি। আমরা অভিযোগটি খতিয়ে দেখছি। জামালপুর ব্যাব-১৪ ক্রাইম ও পিভেনশন কমান্ডার হায়েতুল ইসলাম খান জানান, বিষয়টি কেউ আমাদের অবহিত করেনি। এ রকম কোন ঘটনাও আমাদের জানা নেই।

Comments (0)
Add Comment