এ ব্যাপারে নালিতাবাড়ী থানার এসআই আরিফ হোসাইন জানান, একটি বিয়ের দাওয়াত খেয়ে ওই তিন কিশোর মোটরসাইকেলে করে নালিতাবাড়ী বাজারের দিকে আসছিল। এ সময় নালিতাবাড়ী শহরে থেকে নাকুগাঁও স্থলবন্দরের দিকে যাওয়ার পথে নয়াবিল এলাকায় বাজারের কাছে ট্রাকটির (ঢাকা মেট্রো-ট-১৪-৯৬৬৩) চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে দুজন ঘটনাস্থলে এবং আরেকজন হাসপাতালে মারা যায়। ট্রাকটিও রাস্তার পাশে উল্টে পড়ে।
তিনি আরো জানান, ট্রাকচালক ও হেলপাররা পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এদিকে তিন কিশোরের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায় নেমে এসেছে।