বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং ইউএসএআইডি, বাংলাদেশ যৌথভাবে আয়োজিত তিনদিন ব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে আজ বুধবার প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী। এসময় তিনি তিনদিন ব্যাপী আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা, আলোকচিত্র প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও অংশ গ্রহণকারী সকলের মাঝে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, বাংলা বিভাগের প্রফেসর ড. নাজমুল হক, ইউএসএআইডি-এর জেন্ডার উপদেষ্টা মাহমুদা রহমান খান ও সমাজকর্মী গুলনাহার নবী উপস্থিত ছিলেন।
গত সোমবার থেকে এই কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষে প্রতিদিন ক্যাম্পাসে নারী উদ্যোক্তা মেলা, আলোকচিত্র প্রদর্শনী, ফিল্ম-শো, আলোচনা, কর্মশালা, বিতর্ক প্রতিযোগিতা, বাউল গানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক আনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।