ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে খান মো. আলাউদ্দিন আলো (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সে উপজেলার শিতালী গ্রামের সাবদার হোসেন খাঁ এর ছেলে। রবিবার সকালে শিতালী গ্রামে এ ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ওসি সগির মিঞা জানান, একই বাড়ির ভিতর একটি সুপারি গাছ কাটাকে কেন্দ্র করে মেয়েদের মধ্যে ঝগড়া লাগে। এ নিয়ে চাচাতো ভাই মোস্তাক আহমেদ ওরফে রান্নু খানের সাথে নিহত আলাউদ্দিন খানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রান্নুর লাঠির আঘাতে আলাউদ্দিন গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় প্রথমে তাকে ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। পথিমধ্যে কামারখালীতে তার মৃত্যু হয়। নিহত আলাউদ্দিন স্থানীয় হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।