শৈলকুপায় ১ কেজি গাঁজা ও মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ  : ঝিনাইদহের শৈলকুপায় ১ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ মিলন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী মিলন শেখ পাড়া গ্রামের নজিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানা পুলিশের এ,এস,আই মনির সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার সকালে শেখপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় মিলন নামের এক ব্যক্তির মোটরসাইকেলের গতিরোধ করে পুলিশ। মোটরসাইকেলের পেছনে বসা মাদক ব্যবসায়ী লিটন দৌড়ে পালিয়ে যায়। সন্দেহ হলে পুলিশ মোটরসাইকেল তল্লাশী করে ১ কেজি গাঁজা উদ্ধার ও চালক মিলনকে মোটরসাইকেলসহ আটক করে।

শৈলকুপা থানার ওসি এম,এ হাশেম খাঁন জানান, ১ কেজি গাজা ও মোটরসাইকেলসহ আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রনে আইনে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments (0)
Add Comment