ঝিনাইদহের শৈলকুপা থানায় বার্ষিক পরিদর্শনে আসেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) খোন্দকার রফিকুল ইসলাম। শনিবার সকালে শৈলকুপা থানায় বার্ষিক পরিদর্শনের সময় অতিরিক্ত ডিআইজি’র সাথে আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন ও সদর সার্কেল গোপীনাথ কার্নজিলাল।
পরিদর্শনকালে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ এম,এ হাসেম খানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক শাহজাহান সিরাজ, ৭ জন এসআই, ৪ জন এএসআই, ১৪ জন পুরুষ কনষ্টেবল ও ৪ জন নারী কনষ্টেবল সুসজ্জিত ভাবে অতিরিক্ত ডিআইজিকে হাউজ গার্ড সালামী প্রদর্শন করেন। প্যারেডের মান ও থানার চলমান সকল কর্মকান্ড সন্তোষজনক বলে মন্তব্য করে থানা চত্ত্বরে সপ্তাহে একদিন প্যারেড অনুশীলনের জন্য অফিসার ইনচার্জকে’কে নির্দেশ দেন তিনি।