শ্যামনগরে বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে বাস চাপায় আনসার আলী (৬০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গত কাল দুপুর আড়াইটার দিকে উপজেলার মুন্সিগঞ্জ-শ্যামনগর সড়কের মুন্সিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনসার আলী শ্রীফলকাটি গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আনসার আলী সাইকেলে করে মুন্সিগঞ্জে যাচ্ছিলেন। পথে মুন্সিগঞ্জগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Comments (0)
Add Comment