শ্রীনগরে সন্ত্রাসী হামলায় আহত বৃদ্ধার মৃত্যু

শ্রীনগর (মুন্সগিঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে সন্ত্রাসী হামলায় সুফিয়া বেগম (৭০) নামক এক বৃদ্ধা গুরুতর আহত হয়ে ৩ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গতকাল শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দামলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে সুফিয়া বেগম সহ তার পরিবারের ৮ জন আহত হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে একই গ্রামের নোয়াব আলীর সাথে নিহত সুফিয়া বেগমের ছেলে খলিলুর রহমানের সাথে বাড়ীর সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে দুইজনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সকাল ১০ টার দিকে নোয়াব আলী ও তার দুই ছেলে রাজীব এবং সজীবের নেতৃত্বে ১৫/২০ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে তাদের বাড়ীতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা পিটিয়ে ও কুপিয়ে নিহত সুফিয়া বেগম সহ তার পরিবারের নাড়ী-পুরুষ সহ ৮ জনকে আহত করে। এ সময় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে সুফিয়া বেগমের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড কর্ েপরে শনিবার ভোরে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু ঘটে।
শ্রীনগর থানার ওসি এস এম আলমগীর হোসেন বলেন সন্ত্রাসী হামলার ঘটনায় গত বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে এবং একজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Comments (0)
Add Comment