শ্রীনগরে ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ড

শ্রীনগর (মুন্সীগঞ্জ)প্রতিনিধি: শ্রীনগরে ভয়াবহ অগ্নিকান্ডে লোকাল পোষাক তৈরীর কারখানা সহ তিনটি ব্যাবসা প্রতিষ্ঠান পুরে ছাই হয়েছে। এতে অর্ধকোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার দূপুরে শ্রীনগর মাসুরগ্ওা ফেরিঘাট রাস্তার পার্শ্বে অবস্থিত ইদ্রিস বেপারীর মার্কেটে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে টিনের তৈরী মার্কেটের একটি তুলাভাঙ্গানোর কারখানা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পরে। এসম একে একে অটো বাইকের গ্রেজে পোষাক তৈরীর কারখানা দাউ দাউ করে জ্বলতে থাকে। সংবাদ পেয়ে শ্রীনগর দমকল বাহিনীর কার্মীরা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হল্ওে ইতিমধ্যো তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পোষাক তৈরীর কারখানার মালিক চঞ্চল মিয়া জানায় তার কারখানাটিতে ৪২ টি মেশিনে ও তৈরী পোষাক সহ সমস্ত মালামাল পুরে গেছে। শ্রীনগর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সোহেল রানা জানান,।বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে,ক্ষয়ক্ষতির পরিমান প্রায় অর্ধকেটি টাকা।

Comments (0)
Add Comment