শ্রীনগরে ৬ ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টারকে র‌্যাবের ৬ লাখ টাকা জরিমানা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে নানা রকম অনিয়মের অভিযোগে ৬ টি ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টারকে ৬ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুর থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত উপজেলা সদর, ষোলঘর ও ছনবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-১১ এর ভাগ্যকুল ক্যাম্পের কমান্ডার এএসপি মাসুদ আনোয়ার জানান, র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সারোয়ার আলম এ অভিযান পরিচালনা করেন। এসময় তিনি মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, ক্লিনিকের নোংরা পরিবেশ, অপরিচ্ছন্ন অপারেশন থিয়েটার, এক্সরে রুমের রেডিয়েশন অব্যবস্থাপনা, একই ব্যক্তি প্যাথলজিষ্ট ও টেকনিশিয়ানের কাজে নিয়োজিত সহ নানা রকম অনিয়মের অভিযোগে ঝুমুর হল সড়কের রাণী জেনারেল হাসপাতালকে ৭৫ হাজার, বিক্রমপুর হাসপাতালকে ১ লাখ, ছনবাড়ী এলাকার মা মেডিকেল সেন্টারকে ১ লাখ, উপজেলা সংলগ্ন ফেমাস জেনারেল হাসপাতালকে ১ লাখ ৫০ হাজার, ষোলঘর এলাকার ভাই ভাই ডায়াগনোষ্টিক সেন্টারকে ১ লাখ ও লোকমান হাওলাদার ডায়াগনোষ্টিক সেন্টারকে ৭৫ হাজার টাকা জরিমানা করেন । রাত সাড়ে নয়টায় এ রিপোর্ট লেখার সময় ষোলঘর এলাকার মাওয়া ডায়াগনোষ্টিক সেন্টারে অভিযান চলছিল। র‌্যাব আরো জানায়, এর আগে ষোলঘর এলাকার আমান ক্লিনিকে অভিযান পরিচালনা হলেও কোন ত্রুটি না পাওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়নি।বিডিপত্র/আমিরুল

Comments (0)
Add Comment