শ্রীপুরে শিশু খুন; ঘাতক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরের বেতজুরী ব্রীজের নিচ থেকে বৃহস্পতিবার সকালে পুলিশ শাহীন (৮) এর মৃতদেহ উদ্ধার করে। হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় স্থানীয় জনতা পাপ্পু (১৭) কে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহত পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বেতজুরী গ্রামের তাজু উদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া এমদাদুল হক ওয়াকসপ এর ব্যবসা করে। বুধবার রাত্রে তার একমাত্র পুত্র শাহিন (৮) নিখোজ হয়। বৃহস্পতিবার সকালে এলাকাবাসী বেতজুরী ব্রীজের নিচে ওই শিশু মৃতদেহ পড়ে থাকতে দেখে। একপর্যায়ে সন্দেহ জনক ভাবে নিহতের খালাত ভাই পাপ্পুকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যা কান্ডের কথা শিকার করে। এসময় পাপ্পু স্থানীয় লোকদের জানায়, সে এমদাদুলের ওয়ার্কসপে কাজ করত। দুই মাসের বকেয়া বেতন ১০/১২ হাজার টাকা না দেওয়ায় তার মনে ক্ষুবের সৃষ্টি হয়। বুধবার রাত ১০টার দিকে পাপ্পু শাহিনকে নিয়ে বেতজুরী খালের পাশে যায়। এপর্যায়ে পাপ্পু লাঠি দিয়া শাহিনের মাথায় আঘাত করে তাকে খালের পানিতে ফেলে দিয়ে চলে আসে। বৃহস্পতিবার সকালে শ্রীপুর থানার এসআই জাকির হোসেন ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে এবং স্থানীয়দের হাতে আটক ঘাতক পাপ্পুকে গ্রেফতার করে। পাপ্পু দিনাজপুর জেলার হাকিমপুর থানার এলাকার দেলোয়ারের পুত্র এবং নিহত শাহিন একই এলাকার এমদাদুলের পুত্র। শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, ঘাতকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

Comments (0)
Add Comment